শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে ৪৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার। অনুপ্রবেশকারীদের কাছে হেরে যাচ্ছে ত্যাগী নেতারা। সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক। মরহুম নাসির উদ্দীনের কবর জিয়ারত ও শ্রদ্ধা যাপন করেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির ৬ নেতা কারাগারে। কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। সোনারগাঁয়ে পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। BHDS এর টঙ্গীবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তানভীর আহমেদ।  BHDS এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। এ এইচ এম মাসুদ দুলালের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সোনারগাঁ পৌর যুব মহিলা লীগের বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব।

মুক্তির কথা ২৪ টিভি

নিজস্ব প্রতিনিধিঃ পারভেজ আহম্মেদ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উদ্‌যাপিত হলো বর্ণাঢ্য বসন্ত বরণ ও পিঠা উৎসব এবং পৌরসভা যুব মহিলা লীগের পরিচিত সভা। প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে প্রাণপ্রিয় মাতৃভূমিতে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্তের এই আমেজে শুধু কী প্রকৃতি, সেই সঙ্গে রাঙিয়ে ছিলো অনুষ্ঠানে আসা সবার মনও। উৎসব মানেই বাঙ্গালীদের মনে খুশির রং বয়ে যায়। অনুষ্ঠান জুড়ে ছিলো হলুদের ছড়াছড়ি আর মুখরিত ছিলো বসন্ত বরণের বাঙালি সংস্কৃতির গানে। এটা ছিলো শীত কে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্ত কে সাদরে বরন করে নেয়া।

১৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা’র তত্ত্বাবধানে বসন্ত বরণ ও পিঠা উৎসব এবং পৌর যুব মহিলা লীগের পরিচিতি সভায় পৌরসভা অডিটোরিয়ামে নেমেছিলো এই বাসন্তী রঙের ঢল।

এসময় নাসরিন সুলতানা ঝরা বলেন, একবিংশ শতাব্দীতে নারী শুধু বধূ, মাতা বা কন্যা নয়। পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীও অংশীদার। পুরুষের পাশাপাশি আমরা নারীরাও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর এবং সাফল্যের নিদর্শন। আজকের এই বসন্ত বরণ ও পিঠা উৎসব এর আয়োজন করেছে আমাদের যুব মহিলা লীগের নেতাকর্মীরা। তারা তাদের বাড়ি থেকে নিজের হাতে এই পিঠা বানিয়ে এনেছেন। আমাদের যুব মহিলা লীগের নেত্রীরা পিছিয়ে নেই, তারা এই সমাজটাকে আরও সুন্দর ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

বসন্ত বরণ ও পিঠা উৎসব এবং পৌরসভা যুব মহিলা লীগের পরিচিত সভায় সভাপতিত্ব করেন, সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আলেয়া আক্তার।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ৪ নং পৌর কাউন্সিলর লায়ন মোঃ আলী আকবর, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, পৌরসভা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ মোল্লা, সাধারণ সম্পাদক গিয়াস কামাল, সোনারগাঁ পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী চক্রবর্তী, সহ-সভাপতি মানসুরা আক্তার কনিকা, পুষ্প রানী ও সাধারণ সম্পাদক জুয়েনা ফেরদৌসী রেক্সোনা। সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক বিনু আক্তার, সন্ধ্যা ইসলাম সূচনা, মৌসুমি আহম্মেদ, ফরিদা পারভীন শ্যামলী, ইসরাত জাহান অতসী সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



আমাদের ফেইসবুজ পেইজ