September 14, 2024, 5:23 pm
Headline :
সোনারগাঁয়ে মান্নান সাহেবের নির্দেশে সকল ধর্মের লোকদের নিরাপত্তায় কাজ করছি আমরা মাসুম রানা। বিএনপি নেতা মোঃ মাসুম রানার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল। সোনারগাঁওয়ে মন্ডল পরিবারের সাথে এলাকাবাসীর আলোচনা সভা ও দোয়া মাহফিল। নবীগঞ্জ হাজিগঞ্জ ঘাটে পরিত্যক্ত অবস্থায় রাইফেলস ক্লাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার । বিএনপি নেতাকর্মী পুলিশকে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন উপজেলা বিএনপি। হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজে প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন বজলুর রহমান সিআইপি। কিশোর অপরাধ প্রতিরোধে সোনারগাঁয়ে কনসোর্টিয়াম অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বজলুর রহমান সিআইপি। সোনারগাঁয়ে সন্ত্রাসী পায়েলের বিরুদ্ধে এলাকাবাসীর লাঠি মিছিল ও প্রতিবাদ সভা। সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

শেয়ার করুন

মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার ভোরে রোগী নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স সোনারগাঁও উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ি পৌঁছলে উল্টো পথে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোগীর সাথে আসা   হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২) নামে তার দুই স্বজন নিহত হয়েছে।

 

 

নিহত হুমায়ুন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে ও  নিহত ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালাম এর ছেলে।

জানা যায়, উপজেলার রহিম স্টিল মিলের সামনে দিয়ে পণ্যবাহী ট্রাকটি  ইউটার্ন হয়ে উল্টোপথে মদনপুরের দিকে বেপরোয়া গতিতে নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে আসলে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটিরে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে রোগীর সঙ্গে আসা একজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মর্মান্তিক মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে কুমিল্লার তিতাস উপজেলা থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে  কাঁচপুর নয়াবাড়ী এলাকায় সামনে উল্টো দিক দিয়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন কবির (৪২) ও মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর ফারুক হোসেন (৩২) নামের আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় রোগীসহ অন্তত তিনজন আহত হন। আহত হন।  আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page