হোসেনপুর স্কুলের প্রাক্তন ছাত্রদের ক্রিকেট প্রীতি ম্যাচ বিজয় ২০০৩ ব্যাচ
- Update Time :
Friday, March 26, 2021
/
-
222 Time View
/
-
মুক্তির কথা পারভেজ আহাম্মেদ স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হোসেন পুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়, ২৬ মার্চ উক্ত খেলায় ২০০২ ব্যাচ বনাম ২০০৩ ব্যাচের খেলা অনুষ্ঠিত হয় ।
উক্ত খেলায় ২০০২ ব্যাচের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল চৌধুরী, এবং ২০০৩ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন শাহ আলম ,এ সময় টসে জিতে ২০০৩ ব্যাচের দলের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৬ ওভারে ১১৯ রানের টার্গেটে ২০০২ ব্যাচের ব্যাটসম্যানরা ১০১ রান করতে সক্ষম হয় খেলা সমাপ্তি ঘটে এ সময় ২০০৩ ব্যাচের মেহেদী হাসান ম্যান অফ দ্যা ম্যাচ তুলে নেন ১৮ রানের বড় জয়ে আনন্দে মেতে উঠেছে সবাই এবং শাহ আলমের হাতে তুলে দেন বিজয়ের ট্রফি এই খেলাঅনুষ্ঠিত হয় হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে শত শত দর্শকের ভিড়ে খেলা উপভোগকরেন এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার জুয়েল ,ডাচ বাংলা ব্যাংকের নারায়ণগঞ্জ বিসিক শাখার ম্যানেজার জুলহাস হোসেন ,বাবুল ,হোসেনপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আ:লতিফ প্রমুখ ।
মোট পড়া হয়েছে : 730
More News Of This Category