নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ইফতারও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলা ৭১’র সোনারগাঁ প্রতিনিধি শেখ এনামুল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দনশীল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, সোনারগাঁ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মনির,নেতা জহিরুল ইসলাম খোকন, মোগড়াপাড়া ইউপি সদস্য সিপন সরকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার, সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি শওকত ওসমান সরকার রিপন, দৈনিক মাতৃজগতের সোনারগাঁ প্রতিনিধি সফিকুল ইসলাম ইমাম,দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি পারভেজ আহমেদ,বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মিঠু, দৈনিক মুক্তখবরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নির্মল সাহা, সাংবাদিক ইমন সাহা, সাংবাদিক উজ্জল, সাংবাদিক মনির,ইব্রাহিম,তানভির, মাজেদ,রাকিব,মিমরাজ,কাইউম,জিয়াউল,মেরাজ,শিপু BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
রমজানের ২৩ তম দিনে ইফতারের আগ মুহূর্তে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক সানাউল্লাহ মুন্সী ।