সোনারগাঁ:প্রতিনিধি
ঘটনার তারিখ সময় আজ ১৪/০১/২০২১ ইং তারিখ সকাল ১০ টায় ঘটিকায় পূর্বে যে কোন সময় আগের গঠনা।
ঘটনার স্থান সোনারগাঁ থানার কাঁচপুর সাকিনস্থ বেঙ্গল জুট মিলের পিছনে শীতলক্ষ্যর নদীতে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আজ ১৪/০১/২০২১ তারিখ সকাল ১০ঘটিকায় এসআই (নিঃ)ইয়াউর রহমান জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান যে,
সোনারগাঁ থানার কাঁচপুর সাকিনস্থ বেঙ্গল জুটমিলের পিছনে শীতলক্ষ্য নদীর কিনার ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষ (৩০) এর ২/৩ দিনেরপুরানো লাশ পাওয়া যায়।
পরবর্তীতে কাঁচপুর নৌ–পুলিশে কর্মরত অফিসার এসআই (নিঃ)/ আঃআলীম ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীনআছে। অজ্ঞাতনামা পুরুষ (৩০) তার পরিচয় এখনো জানা যায়নি
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।