December 9, 2024, 5:44 am
Headline :
পাচানী শান্তিনগর দারুন নাজাত মাদ্রাসা ২০২৪ সালের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সোনারগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে সোনারগাঁ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে অবস্থান।  বিএনপি নেতা টিপুর মামলায় জামিন পেলেন মুকুল- কাউসার আশা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শামীম আহমেদ এর শুভেচ্ছা। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক একাডেমি নাট্যদল। নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার। দু’মাসের মধ্যে সবকিছু আলাউদ্দিনের চেরাগের মতো চক চক করবে না উপদেষ্টা শাখাওয়াত হোসেন। আসল বিএনপি ছাড়া কাউকে দলে কোন প্রশ্রয় দেওয়া যাবে না-অধ্যাপক রেজাউল করিম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সনমান্দি ইউনিয়ন বিএনপি’র দোয়া।

সোনারগাঁ উপজেলা আ:লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন পালন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা।

শেয়ার করুন

            মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে
আলোচনা সভা,দোয়া মিলাদ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। জন্মদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩।

প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর জীবনে সুখ-দুঃখের সঙ্গী। জাতির পিতার জীবনের কঠিন দিনগুলোতে বঙ্গমাতাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ধরে রেখেছেন।
জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তার সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। আজ তিনি বেঁচে থাকলে ৯২ বছরে পা দিতেন।

জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে একই স্থানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আহ্বায়ক কমিটির ২নং যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি স্পিকার ওসমান গণি সহ আরিফুল ইসলাম রবিন সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক লীগ সোনারগাঁ উপজেলা, আরমান মেরাজ সহ সভাপতি সোনারগাঁ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ,সাগর সাওন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page