নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল ছুটি হওয়ার পর প্রতিদিনের ন্যায় ১ জানুয়ারী বিকাল সাড়ে চারটায় বিদ্যালয় তালাবদ্ধ করে বাসায় চলে যায়। পরদিন সোমবার (২ জানুয়ারী) সকাল সাড়ে আটটার সময় গিয়ে দেখতে পায় স্কুল ভবনের মূল ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা। চোরেরা কক্ষে প্রবেশ করে স্কুলের সাতটি স্টিলের আলমারির তালা ভাঙ্গিয়া আলমারির ভিতর থাকা স্কুলের ৪ লাখ ৩৮ হাজার ২ শত ১৬ টাকা চুরি করে নিয়ে যায়।
ধারনা করা হচ্ছে চোরেরা ১ জানুয়ারী বিকাল সাড়ে চারটা থেকে ২ জানুয়ারী সকাল সাড়ে আটটার মধ্যে যেকোনো সময় এই চুরির ঘটনায় ঘটিয়েছে। এসময় চোরেরা অফিস কক্ষের সমস্ত আসবাবপত্র তছনছ করে। এ ঘটনায় সোমবার (২ জানুয়ারী) মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।