বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক। মরহুম নাসির উদ্দীনের কবর জিয়ারত ও শ্রদ্ধা যাপন করেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির ৬ নেতা কারাগারে। কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। সোনারগাঁয়ে পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। BHDS এর টঙ্গীবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তানভীর আহমেদ।  BHDS এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। এ এইচ এম মাসুদ দুলালের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ। বি আই ই এ নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

দুর্ধর্ষ চুরি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তনে।

দৈনিক মুক্তির কথা

নিজস্ব প্রতিবেদক: পারভেজ আহম্মেদ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল ছুটি হওয়ার পর প্রতিদিনের ন্যায় ১ জানুয়ারী বিকাল সাড়ে চারটায় বিদ্যালয় তালাবদ্ধ করে বাসায় চলে যায়। পরদিন সোমবার (২ জানুয়ারী) সকাল সাড়ে আটটার সময় গিয়ে দেখতে পায় স্কুল ভবনের মূল ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা। চোরেরা কক্ষে প্রবেশ করে স্কুলের সাতটি স্টিলের আলমারির তালা ভাঙ্গিয়া আলমারির ভিতর থাকা স্কুলের ৪ লাখ ৩৮ হাজার ২ শত ১৬ টাকা চুরি করে নিয়ে যায়।
ধারনা করা হচ্ছে চোরেরা ১ জানুয়ারী বিকাল সাড়ে চারটা থেকে ২ জানুয়ারী সকাল সাড়ে আটটার মধ্যে যেকোনো সময় এই চুরির ঘটনায় ঘটিয়েছে। এসময় চোরেরা অফিস কক্ষের সমস্ত আসবাবপত্র তছনছ করে। এ ঘটনায় সোমবার (২ জানুয়ারী) মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।



আমাদের ফেইসবুজ পেইজ