বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বন্দরে ভাড়াটিয়ার কোদালের কোপে গৃহবধূ নিহত। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উদযাপন। ডিএমপি কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করলো পিওএম। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ৪। নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার পদক পেলেন কাজী তাজনিনা কায়উম। সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ২১সে আগস্ট গ্রেনেড হামলায় সেদিনই মরে যেতে পারতাম-এ,এইচ,এম মাসুদ দুলাল মাহফিলে প্রধান আকর্ষন আওলাদে রাসুল সৈয়দ বাহাদুর শাহ, প্রধান অতিথি আজমেরী ওসমান ও উদ্বোধক এম. এ. ওহাব। নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন- মারুফুল ইসলাম ঝলক। শোকাবহ আগস্টে কালো ব্যাজ বিতরণ করেন অ্যাডভোকেট নুরজাহান।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন আ.লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

           দৈনিক মুক্তির কথা

             নিজস্ব প্রতিবেদক: পারভেজ আহম্মেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নয়াপুর বাজারে সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শুরুতে বিভিন্ন পদ প্রত্যাশীরা মিছিল নিয়ে ঢুকার সময় হট্টগোলের সৃষ্টি হয়। নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরবর্তীতে শান্তিপূর্ণ ভাবে প্রোগ্রামটি শেষ হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে,
সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
কর্মী সম্মেলনের প্রধান বক্তা আব্দুল্লাহ্ আল-কায়সার তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের কথা উল্লেখ করে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি সু-সংগঠিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম বলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে নৌকার মনোনয়ন নিয়ে আসতে উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,সোনারগাঁ উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।



আমাদের ফেইসবুজ পেইজ