নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে তিন হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো পোলাও চাল,সয়াবিন তৈল,সেমাই,চিনি,ডাল ও লবন।
শনিবার (৩০এপ্রিল) সকাল থেকে ইউনিয়নের মোগরাপাড়া কাঁচাবাজার,৯ নং ওয়ার্ডের কাফুরদী ও ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ স্কুল মাঠে,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর নিজস্ব অর্থায়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য,আরিফ মাসুদ বাবু,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,ইউপি সদস্য শিপন সরকার,আঃ সামাদ মেম্বার,উপজেলা যুবলীগ নেতা নুরে আলম, রোমান বাদশা,রবিউল,কামরুল প্রমূখ।