নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার শম্ভুপুরা ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজ আমরা শম্ভুপুরা ও মোগরাপাড়া ইউনিয়নের গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই উষ্ণ ভালোবাসা উপহার দেয়া হবে।
কম্বল বিতরণী অনুষ্ঠানের পূর্বে শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও আঃ রউফ নিজ নিজ ইউপি সদস্যদের নিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১ নং ওয়ার্ড মেম্বার) মোঃ শিপন সরকার, মোঃ জাহের মেম্বার, আবুল হোসেন মেম্বার,মেম্বার রহিমা বেগম,ইকবাল মেম্বার,সাবেদআলী মেম্বার,স্বপন মেম্বার,রিপন মেম্বার, মহিলা মেম্বার আশালতা প্রমূখ।