নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মিষ্টির দোকান ও রেস্তোরাঁর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।১২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সিকদার ডাইন রেস্তোরাঁ সহ দু’টি মিষ্টির কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ,এবং জরিমানা ও করা হয়।
তিতাস গ্যাস এর আঞ্চলিক কার্যালয় সোনারগাঁ ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইব্রাহিম জানান,উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রেস্তোরাঁ,বেকারি ও মিষ্টি তৈরীর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনার অবৈধ সংযোগের সত্যতা পেয়ে সাথে-সাথেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সিকদার ডাইন নামে একটি রেস্তোরাঁকে ৩০ হাজার,মিষ্টি তৈরীর কারখানা আদি মিষ্টি ভূবনকে ৫০ হাজার ও রসের হাড়ি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা করে মোট একলক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয় সোনারগাঁ এর উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম,মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।