করোনার মধ্যে বিভিন্ন ভাবে সেবা দিতে দিয়ে সাধারণ মানুষের ভালোবাসা এবং জনতার পুলিশ হিসেবে খ্যাতি পেয়েছে পুলিশ বাহিনী। এই ভালোবাসা ও খ্যাতি ধরে রাখতে মানুষের আরও কাছাকাছি যেতে চান তারা। তাই ‘বিট পুলিশিংকে’ মানুষের কাছে যাওয়ার অন্যতম উপায় বিবেচনা করা হচ্ছে। বিট পুলিশিং ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত করার কাজ এরইমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ সদর দফতর।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোগরাপাড়ায় বিট নং-৭ এর আলোচনা সাভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রফেশনাল) শামীম আহম্মেদ।
আজ বুধবার বিকালে মোগরাপাড়া ইউনিয়নের বাবরুকপুরে এ বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় শতাধিক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খন্দকার তবিদ রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
অন্যদের মধ্যে ৭ নং বিট এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের মোঃ শিপন সরকার, মাজহারুল ইসলাম মানিক, তাহের আলী, মজিবুর রহমান, মুছা মিয়া, আঃ হক, আনোয়ার হোসেন, সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান, দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন সহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সোনারগাঁও থানার (ওসি তদন্ত) খন্দকার তবিদ রহমান বলেন, জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ইভটিজিং ও বাল্য বিয়ের মতো কাজগুলো প্রতিরোধে আমরা সোনারগাঁও থানার পুলিশ আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। পুলিশি সহায়তা পেতে আপনাদের এখন আর পুলিশের পিছনে দৌড়াতে হবে না, থানায় যেতে হবে না। পুলিশের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট দিনে একজন এস আই ও একজন এএসআইসহ চার জন পুলিশ উপস্থিত থাকবেন। এলাকার যেকোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবেন। আপনারা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিংয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা, ইউপি সদস্য, মাজহারুল ইসলাম মানিক, তাহের আলী, স্থানীয় খোকন মোল্লা, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত সর্বসাধারণের জন্য মাইক উন্মুক্ত ছিল। তাই উপস্থিতদের অনেকেই এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সাধারণ মানুষ বিট পুলিশিং কার্যক্রমে তাদের নানান অভিযোগ পুলিশের মাঝে তুলে ধরতে পারে খুবই খুশি।