নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে
পুলিশের উপ পরিদর্শক এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছোট সাদিপুর এলাকা থেক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার ইয়াসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার সুশন দূর্গাপুর থানার পূর্ব দশাল গ্রামে হোসেন আলীর ছেলে মো. মাইনুদ্দিন (৩০), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মেইন আলামপুর গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান উপ পরিদর্শক এসআই ইমরান হোসেন।