সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১জানুয়ারি ) বিকাল ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সানজি সিএনজি পাম্প, বাড়ি চিনিষ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সোহেল রানা (২৪ ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।স্থানীয় বাসিন্দারা জানান ,বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন পল্লী বিদ্যুতের কর্মী সোহেল রানা। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ তা বিচ্ছিন্ন করেনি। তারে হাত দেয়ার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সোহেল রানা।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাসফিকুল হাসানের কাছে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম দিলশাদ জানান,বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ ত্রুটির কাজ করছি সোহেল ও রঞ্জিত কুমার। ধারণা করা হচ্ছে কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
চাকরির বিধি অনুযায়ী সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান এজিএম দিলশাদ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত হওয়ার খবর শুনেছি। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।