মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ
বৈশ্বিক সমস্যা করোনা মহামারির তাণ্ডবে ভয়ংকর বিপদে বিশ্বমানবতা। করোনা শুধু প্রাণঘাতীই নয়, জীবিকাখেকোও।যে মানুষটির একসময় কাজ ছিল, আয় ছিল,সুন্দর সাজানো সংসার ছিল,করোনার থাবায় কাজ হারিয়ে তিনি এখন পথের ভিখারি।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে দিন দিন অসহায় হয়ে পড়েছে দেশের নিম্ন আয়ের মানুষ। লকডাউনে দু’মুঠো ভাত খেয়ে ঘরে বসে থাকবে তার জ্যোঁ নেই তাদের। একদিকে নিজের খাওয়া অন্য দিকে বউ বাচ্চাসহ পরিবারের বাকি সদস্যদের মুখে খাবার তুলে দিতে রীতিমতো হিমশিম খাওয়ার মতো অবস্থা তাদের। কোভিড -১৯ জনিত পরিস্থিতিতে এসব কর্মহীন হয়ে পড়া রিক্সা, অটো, সিএনজি চালক সহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন তরুণ আওয়ামী লীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রবিবার (৪ জুলাই) সকালে উপজেলার মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কর্মহীন হয়ে পড়া রিক্সা, অটো, সিএনজি চালক সহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ কমিটির সহ সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল।
এসময় এ এইচ এম মাসুদ দুলাল বলেন,
মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সেই মানুষেরই একটা অংশ করোনার থাবায় অভুক্ত,অসহায়। তারা হাহাকার করছে,রোদন করছে। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। মাননীয় প্রধাণমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার যে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করুন মানবসেবায় বড় সেবা প্রত্যেকটি মানুষের পারস্পরিক সেবায় এগিয়ে আসুন এবং অবশ্যই মাক্স ব্যবহার করুন দূরত্ব বজায় রাখুন সরকারের বিধি-নিষেধ মেনে চলুন।
মোট পড়া হয়েছে : 474