নারায়নগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্র সহ মফিজুল(৩৮) নামে ১ ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার(১৩ জুন) রবিবার সকাল ১১ টা সনমান্দি ইউনিয়নের মারুব্দী গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃত ডাকাত সদস্য উপজেলার সনমান্দি ইউনিয়নের মারুব্দী গ্রামের আলম মিয়ার ছেলে মফিজুল।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আরিফ হাওলাদার জানান,গত ১০ জুন গভীর রাতে সনমান্দি ইউনিয়নের জোয়ারদী গ্রামের বিদেশ ফেরত মিজান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ছুরি, ছেনা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।সে শীর্ষ ডকাত সর্দার ছামু ডাকাতের সহযোগী। রবিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ বলে কোন অপরাধীকে ছার দেওয়া হবে না অপরাধী যত শক্তিশালী হক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।