নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করে গণধোলাই দেয়।
রোববার সকালে পুলিশ তাদের আটক করে হাসপাতালে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলো- চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।
পুলিশ জানায়, উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাতকে আটক করে। এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপাদর্ করে। দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। রোববার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।