নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আহত অবস্থায় ওই দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাতরা হচ্ছে জেলার আড়াইহাজার উপজেলার বান্টি গ্রামের আব্দুল রহিমের ছেলে কালাম (২৬) ও সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আমান উল্লাহর ছেলে জাকির হোসেন (৩০)। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আঃ রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী সংঘবদ্ধ ডাকাতদল কে ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে এলাকাবাসী আহত দুই ডাকাতকে তাদের হাতে তুলে দেয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসী দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত দুই ডাকাত চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।