বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক। মরহুম নাসির উদ্দীনের কবর জিয়ারত ও শ্রদ্ধা যাপন করেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির ৬ নেতা কারাগারে। কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। সোনারগাঁয়ে পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। BHDS এর টঙ্গীবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তানভীর আহমেদ।  BHDS এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। এ এইচ এম মাসুদ দুলালের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ। বি আই ই এ নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় আরো ২০ জনের দেহে করোনা সনাক্ত মৃত্যু ১

                মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ                                       সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ এপ্রিল শনিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৬২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৪২ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ

➕ পজিটিভের তথ্য : –

২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাপড়দী, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জৈনপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ফতেহপুর, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সুখের টেক, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দৈলেরবাগ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবের চর, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – তাতুয়াকান্দি, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদী, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মৃধাকান্দি, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আমিনপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।

*** মৃত্যুর তথ্য :-

৫৫ বছর বয়সী ১ জন মহিলা (খুলিয়াপাড়া, মোগরাপাড়া) গত ০৫.০৪.২০২১ খ্রিঃ গাজীপুরে নমুনা প্রদান করেন এবং ০৭.০৪.২০২১ খ্রিঃ তারিখ প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর ফলাফল COVID-19 পজিটিভ আসে। পরবর্তীতে ০৮.০৪.২০২১ খ্রিঃ তারিখে সন্ধ্যা ০৬:৩০ টার সময় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৭ জন সুস্থতা লাভ করেছেন: –

 

১. ইসমাঈল মিয়া, ৩০ বছর

ললাটি, কাঁচপুর।

২. গোলজার, ৪৫ বছর

ভাটিবন্দর, পিরোজপুর।

৩. মোঃ সিদ্দিক শেখ, ৩৭ বছর

হাতকোপা, আমিনপুর।

৪. মুক্তার হোসেন, ৪২ বছর

পিরোজপুর, পিরোজপুর।

৫. আবুল বাশার, ৪১ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

৬. মোর্শেদ আলম, ৪৫ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

৭. সুমন, ২৭ বছর

জাদুঘর, আমিনপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১০১১ জন (মৃত্যু-৩১ জন)

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৩৮ জন।

 

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।



আমাদের ফেইসবুজ পেইজ