গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ভবগঞ্জ এলাকায় এক মানবনন্ধন কর্মসূচীতে এ সময় বেঁধে দেওয়া হয়। বৈধ গ্রাহকরা জানান তারা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করছেন,কিন্তু কোন কারন ছাড়াই তিতাস বিনা নোটিশে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে গ্যাস নেই,আমাদের বিল গুনতে হচ্ছে ঠিকই।
সোনারগাঁও পৌরবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। এর আগে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবীতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন,সোনারগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু,গাজী মজিবুর রহমান,নাসরিন সুলতানা ঝরা, অ্যাডভোকেট ফজলে রাব্বী,মুক্তিযোদ্ধা ওসমান গনি, তৈয়ব আলী,গাজী আমজাদ হোসেন,সভাপতি আসাদ মিয়া,ইসমাঈল আল মামুন, হারুন জয়,অপু সারোয়ার সহ প্রমুখ। তাদের সকলের দাবি আমরা ঠিকমতন বিল পরিশোধ করছি কিন্তু আমাদের বিনা নোটিশ নোটিশ ছাড়াই আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আমরা গ্যাস পাচ্ছিনা আমাদের গ্যাস ছাড়া আমাদের জীবন যাপন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।