বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক। মরহুম নাসির উদ্দীনের কবর জিয়ারত ও শ্রদ্ধা যাপন করেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির ৬ নেতা কারাগারে। কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। সোনারগাঁয়ে পলিথিন জাকিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। BHDS এর টঙ্গীবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তানভীর আহমেদ।  BHDS এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। এ এইচ এম মাসুদ দুলালের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ। বি আই ই এ নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সোনারগাঁওয়ে সহোদর দুই শীর্ষ সন্ত্রাসী গণপিটুনির শিকার।

  দৈনিক মুক্তির কথা

 
 

নিজস্ব প্রতিবেদক, পারভেজ আহমেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার  মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি  চিনিষ   গ্রামে  সন্ত্রাসী হামলার  সময় দুই শীর্ষ  সন্ত্রাসীকে  ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। এসময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।আটককৃতরা হলেন  একই এলাকার মাদক ব্যাবসায়ী  মদ রুস্তমের  ছেলে  সহোদর  দুই ভাই ইয়ানুর হোসেন  সানি (২৮)। ইউসুফ সিনিগ্ধ (২৫)।  দুই সহোদরের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডজন খানেক  মাদক চাঁদবাজী হত্যা ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে   উপজেলার  বাডি চিনিষ  গ্রামের মৃত রশিদ মেম্বারের  বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, একইদিন  দুপুরে দিকে স্থানীয়  দুই সন্ত্রাসী  দিন দুপুরে  অজ্ঞাত  কয়েকজন সন্ত্রাসী প্রতিপক্ষের উপরে  হামলা  করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে দুই জনকে  ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের। আহত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন, সন্ত্রাসী হামলায়  মৃত  রশিদ মেম্বারের ছেলে  প্রতিবন্ধী গিয়াসউদ্দিন( ৭০ )। গিয়াস উদ্দিনের স্ত্রী  সহ কয়েকজন  আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাজায়, সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একাধিক  মামলার আসামী র‍্যাবের  ক্রস ফায়ারে  নিহত  গিট্টু হৃদয় এর সহযোগী সহোদর দুই ভাইএ-র   অত্যাচারে বাড়ি মজলিশ বাড়ি চিনিষ, বন্দেরা, সাদিপুর সহ কয়েকটি  গ্রামের সাধারন মানুষ জিম্মি। এছাড়া তার নিয়ন্ত্রণে চলছে মাদক  ব্যাবসা।
নিহত গিট্টু হৃদয়ের সহযোগী  সন্ত্রাসী  সানির  রয়েছে একাধিক  কিশোর গ্যাং   সদস্য      কিশোর গ্যাংয়ের   মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান,  গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃতদের  বিরুদ্ধে তদন্তের মাধ্যমে  ব্যবস্থা নেয়া হবে।



আমাদের ফেইসবুজ পেইজ