নারায়ণগঞ্জ সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিষধর সাপের কামড়ে কামাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ৮ এপ্রিল বিকেলে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, কামাল হোসেন শুক্রবার বিকেলে তার ধানের জমিতে ইদুঁর, কাকড়া এবং অন্যান্য কিটপতঙ্গের উপদ্রব কমাতে কিটনাশক নিয়ে জমিতে যায়। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ পায়ে কামড় দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে ও অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ঢামেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।