শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ২১সে আগস্ট গ্রেনেড হামলায় সেদিনই মরে যেতে পারতাম-এ,এইচ,এম মাসুদ দুলাল মাহফিলে প্রধান আকর্ষন আওলাদে রাসুল সৈয়দ বাহাদুর শাহ, প্রধান অতিথি আজমেরী ওসমান ও উদ্বোধক এম. এ. ওহাব। নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন- মারুফুল ইসলাম ঝলক। শোকাবহ আগস্টে কালো ব্যাজ বিতরণ করেন অ্যাডভোকেট নুরজাহান। সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ছিনতাইয়ের কবলে টেক্সটাইল মিলের নাইটগার্ড। বন্দরে আসছেন আওলাদে রাসূল বাহাদুর শাহ মোজাদ্দেদী। সড়ক দুর্ঘটনায় নিহত রিমনের অকাল মৃত্যুতে মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সুজনের শোক প্রকাশ। বন্দর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সোনারগাঁওয়ে ৪৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার।

 

পারভেজ আহম্মেদ : সোনারগাঁ প্রতিনিধি

 

গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ ইমরান হোসেন (টিম অভিযান -৭) এবং এএসআই/শরীফ হোসেন (চেকপোস্ট- ৭) ডিউটি করা কালে মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে একটি সাদা রংয়ের প্রাইভেটকার কে থামানোর জন্য ইশারা দিলে গাড়ি হইতে তিনজন ব্যক্তি (দুজন পুরুষ ও একজন নারী) বাহির হইয়া দৌড় দিয়া পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া করিয়া গাড়িসহ, গাড়ির ড্রাইভার এবং উক্ত পলায়নরত তিন ব্যক্তি সহ সর্বমোট চারজনকে ধৃত করে। আটককৃতরা হলো. সাঈদ ইসতিয়াক (৩৮) কক্সবাজার জেলার সদর উপজেলার করিম সিকদার গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে, দৌলত আজিম সুমন চট্টগ্রাম জেলার পাঁচলাইস থানার হাটহাজারী গ্রামের কামরুল মিয়ার ছেলে, মিম আক্তার (১৯) সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও মজিবুল (৩২) কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়লাল আবেদীনের ছেলে প্রাইভেট কার নম্বর ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১ এর মাধ্যমে উপরোক্ত ইয়াবা চোরাচালানে সহযোগিতা করে। ০১/০৬/২৩ বৃহস্পতিবার রাত ০২:৩৫ ঘটিকার সময় সোনারগাঁ থানা পুলিশ এর উপরোক্ত দুইটি টিম অভিযান-৭ এবং চেকপোস্ট-৭ যৌথ দলের তৎপরতায় উল্লেখিত ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পূর্বক সর্বমোট ৪৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তল্লাশী শেষে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক ধৃত ব্যক্তিদেরকে থানায় নিয়ে আসা হয়। সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় একটি সাদা প্রাইভেটকারে তল্লাসী চালানো হয়। এসময় গাড়ীর যাত্রীদের কাছ থেকে ৪৭,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



আমাদের ফেইসবুজ পেইজ