নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রামগোবিন্দেরগাঁও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজিত খেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি) হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে, যুব সমাজের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়।
এই ফুটবল টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করিবে । প্রথম রাউন্ডের খেলা শেষ করে সরাসরি দুইটি দল ফাইনালে পৌঁছে যাবে।
উল্লেখ্য যে যুবসমাজ মাদক অন্যায় অপরাধ কাছ থেকে বিরত থেকে খেলাধুলায় মনোনিবেশ করুক উদ্যোক্তাদের আয়োজন তাতেই সফল বলে জানিয়েছে রামগোবিন্দেরগাঁও যুব সমাজ। এই ফুটবল টুর্নামেন্টে যে তিনটি দল অংশগ্রহণ করিবে, সেভেন স্টার ক্লাব, আয়েশা ক্লাব, আরাফাত এন্টারপ্রাইজ ক্লাব, উদ্বোধনী ম্যাচে সেভেন স্টার ক্লাব বনাম আরাফাত এন্টারপ্রাইজ ক্লাবের খেলায় ১.০ গোলে এগিয়ে সেভেন ক্লাবের ফাহিমের গোলে জয় সেভেন স্টার ক্লাবের। সেভেন স্টার ক্লাবের জয়ে ক্লাবটির কর্ণধার ইঞ্জিনিয়ার শরীফ আনন্দে উৎসাহিত মাঠে তার এক বক্তব্যে তিনি বলেন আমরা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত আমাদের টিম খেলবে বলে আশা ব্যক্ত করেন, শতশত দর্শকের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে খেলাটি সুন্দরভাব পরিচালনা হয়।