নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির নির্বাচনী প্রচারণায় পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১জুন ) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল।
এসময় তিনি বলেন, নৌকার বিপক্ষে নির্বাচন করে কোন উন্নয়ন করতে পারবে না। তিনি আরও বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নছির আহমেদ, সোনারগাঁও পৌরসভা মেয়র প্রার্থী ছগির আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা হাসান রাসেদ প্রমূখ।