December 9, 2023, 5:17 am
Headline :
তফসিল ঘোষণা করায় কৃষক লীগের আনন্দ শোভাযাত্রা। আড়াইহাজারে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে কৃষক লীগের বিক্ষোভ মিছিল। সিদ্ধিরগঞ্জে গ্যারেজে রাখা লাব্বাইক বাসে আগুন। ফতুল্লায় বোনের হাতে বোন খুনের অভিযোগে ছোট বোন আটক। সংবাদকর্মী উজ্জ্বলের উপর অতর্কিত হামলা, এনজেএফ এর নিন্দা। বিএনপি-জামাতের হরতালের দ্বিতীয় দফায় প্রথম দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগের শান্তি সমাবেশ। রূপগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে, একই পরিবারের ৫ জন দগ্ধ , আশঙ্কাজনক ৪। হিলফুল ফুযুল শান্তি সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ ও আলোচনা। নারায়ণগঞ্জে ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি ঘর ভাংচুর- লুটপাট, বেপরোয়া সুরুজ বেপারি গংরা।

সোনারগাঁওয়ে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

মুক্তির কথা নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজর ইউনিয়নের খংসারদি ব্রিজের নিচ থেকে ২৫ মার্চ সকালে যে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পরিচয় পাওয়া গেছে।

 

 

নিহত যুবক জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার নন্দইল গ্রামের আব্দুল রশিদের ছেলে মোঃ সাগর (২১)।

অজ্ঞাত যুবকের ছবি ও লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পেয়ে নিহত সাগরের স্বজনরা আজ শুক্রবার সকালে সোনারগাঁও থানায় ছুটে আসে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কাজী মার্কেট এলাকায় চাচাতো ভাই সোহেল রানার বাসা থেকে আশুলিয়ায় নতুন চাকুরীতে যোগদান দেওয়ার কথা বলে বের হয়।

ধারণা করা হচ্ছে চাকুরীর দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাগরের কাছ থেকে টাকা নিয়ে  চাকুরীর দেওয়ার নামে প্রতারণা করেছে। সেই টাকার জন্য চাপ প্রয়োগ করলে প্রতারক চক্র সাগরকে হত্যা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিচয় না পাওয়ায় আমরা লাশের দাফন কাজ সম্পন্ন করি। হত্যার কারণ উদঘাটন সহ হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করছি দ্রুততার সাথে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

উল্লেখ্য ২৫ শে মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি ব্রিজের নিচে যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারনা, ওই যুবককে গাড়িতে করে এনে হত্যাকারীরা ব্রিজের উপরে গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page