আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টির মনোনীত পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম সেলিম ওসমানের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন মাঠে।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একে এম সেলিম ওসমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল,
আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।এ সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মাকসুদ হোসেন, চেয়ারম্যান মুছাপুর ইউনিয়ন পরিষদ।
এ সভা লোকে লোকারণ্য হয়ে জনসভায় পরিনত হয়, বন্দর উপজেলা জাতীয় পার্টির নেতা হাজী মোহাম্মদ আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা পারভেজ আলমের নেতৃত্বে বিশাল বড় শোডাউনে মুখরিত জনপদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান (এরশাদ) মফিজুল ইসলাম বন্দর উপজেলা যুব সংহতি নেতা,আতাউর রহমান ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মুছাপুর ইউনিয়ন,আব্দুল আজিজ জাতীয় পার্টি নেতা দেলোয়ার, জহির,কবির,মোহর আলী, দেলোয়ার, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি নৌকারই একজন মানুষ আমাদের বাড়িতে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছে,আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনটি শূন্য রেখে আমাকে মূল্যায়ন করেছে , ৭ই জানুয়ারি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে বন্দরবাসির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিন।