সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায় শিক্ষা থেকে পিছিয়ে পড়া ডিজিটাল নূরানী মাদ্রাসার কোমলমতি শিশুদের পক্ষ থেকে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী কে বিশেষ এক ব্যতিক্রমী সংবর্ধনা প্রদান করা হয়।
এই সময় ডিজিটাল নূরানী মাদ্রাসার মুহতামিম মোঃ শফিউল ইসলাম এর সভাপতিত্ব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান সংবর্ধিত অতিথি ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
এই সময় আরও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক চলমান বাংলাদেশ এর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সজীব, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক লতিফা আক্তার,মৌলভী নুরুল হক, মুরুব্বি,আবুল কালাম, মোহাম্মদ আলী শাহ, শাহিন আহমদ, আব্দুল আওয়াল,
ছয়ফুল আলম, মাফিকুল আলম প্রমুখ।