রাহাদ হাসান মুন্না, তাহিরপুর:
নতুন বছরের শুরুতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উৎসবমুখর ভাবে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (পহেলা জানুয়ারি) সকাল ৯ ঘটিকাটা হতে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাষক আশিকুর রহমান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মীরা রানী প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।