কোরআনের অপমান মানব না, বিশ্বের মুসলিম এক হও এক হও,মুসলীম তৌহিদী জনতা এক হও, এক হও। কোরআনের অপমান সইব নারে মুসলমান- এমনই নানা স্লোগানে মুখরিত ও উত্তাল ছিল নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলার চর হোসেনপুরের বিভিন্ন সড়ক ও পাড়ামহল্লায়।
শনিবার (২৮ই জানুয়ারি) আছর নামাজের পর সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলার চর গ্রামের মসজিদের শতশত মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোরআনের অবমাননার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল করে, সেই সাথে প্রতিবাদ সভায় মিলিত হন।
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার চেলার চর জামে মসজিদ প্রাঙ্গণ হতে শতশত মুসল্লিরা একত্রিত হয়ে কোরআনের অবমাননায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি সোনারগাঁয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোসেনপুর বাজারে সামনে প্রতিবাদ সভা করেন।
চেলার চর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেনপুর নুরানী মাদ্রাসার ইমাম মুফতি আব্দুল্লাহ আল হাবিব,
আরো উপস্থিত ছিলেন চেলার চর গ্রামের তৌহিদী জনতার অন্যতম সদস্য দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোহাসিন মিয়া, সেলিম মিয়া,তারেক মিয়া, সোহেল রানা, জুয়েল মিয়া, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সুইডেনের রাজধানীতে উগ্রবাদীরা আমাদের প্রাণের স্পন্দন মহাগ্রন্থ পবিত্র কোরআন পুড়িয়ে যে অবমাননা আমাদের ইসলামকে করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।