নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
বুধবার (১৯ জানুয়ারী) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু,
কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কহিনূর ইসলাম রুমা,
সোনারগাঁ পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সোনারগাঁ পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মোঃ রিপন, সহ-সভাপতি মাহমুদুল হাসান সিরাজ প্রমুখ।