শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ২১সে আগস্ট গ্রেনেড হামলায় সেদিনই মরে যেতে পারতাম-এ,এইচ,এম মাসুদ দুলাল মাহফিলে প্রধান আকর্ষন আওলাদে রাসুল সৈয়দ বাহাদুর শাহ, প্রধান অতিথি আজমেরী ওসমান ও উদ্বোধক এম. এ. ওহাব। নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন- মারুফুল ইসলাম ঝলক। শোকাবহ আগস্টে কালো ব্যাজ বিতরণ করেন অ্যাডভোকেট নুরজাহান। সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ছিনতাইয়ের কবলে টেক্সটাইল মিলের নাইটগার্ড। বন্দরে আসছেন আওলাদে রাসূল বাহাদুর শাহ মোজাদ্দেদী। সড়ক দুর্ঘটনায় নিহত রিমনের অকাল মৃত্যুতে মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সুজনের শোক প্রকাশ। বন্দর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

সাবেক সাংসদ কায়সার হাসনাতের নেতৃত্বে সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

নিজস্ব প্রতিবেদক:পারভেজ আহম্মেদ

বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম অমলিন, অবিনশ্বর ও একই সূত্রে গাঁথা। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকল আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দলটির অর্জন অনেক।

সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩জুন) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  বিকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাতের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে বের করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী ঢাকঢোল পিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশে নানান রঙের ব্যানার ফেস্টুন নিয়ে সহ অংশগ্রহণ করেন। নেতা কর্মীদের স্লোগানের শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান সময় জোড়ে। এ সময় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আকর্ষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সোনারগাঁও থেকে আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাতকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী করার অনুরোধ করেন।

 

পরে সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করেন।

আলোচনা সভার প্রধান বক্তারা সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত তার বক্তব্যে বলেন, আজ ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।

তিনি আরো বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা ও সকল ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।



আমাদের ফেইসবুজ পেইজ