সাংবাদিক পারভেজ আহাম্মেদ এর, স্যাটেলাইট টিভি জবস টেলিভিশন স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন, আজ রোজ শনিবার ২৬-১২-২০২০ সন্ধ্যায় , জবস টিভির প্রধাণ কার্যালয় কাকরাইলে,
পারভেজ আহাম্মেদ কে জয়েন্ট লেটার ও আইডি কার্ড দিয়ে বরন করেনেন, জবস টিভির পরিচালক উম্মে হাবিবা,পারভেজ আহাম্মেদ সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নের হোসেন পুরের ,
সততা এন্টারপ্রাইজ এর স্বত্বধাকারী জাকির হোসেনের ছেলে , পারভেজ আহাম্মেদ দির্ঘদীন যাবত কাজ করে যাচ্ছে , মুক্তির কথা ২৪টিভিডটকম নিউজপোর্টাল এবং এম কে ২৪টিভির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে ,
তিনি সদস্য সোনারগাঁ থানা জার্নালিস্ট ক্লাব , এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ – অপরাধ দমন বিষয়ক সম্পাদক,
এই সময়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, এবং বলেছেন সব সময় মানুষের পাশে থেকে জনগণের কথা তুলে ধরবেন ,