নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সংযোগ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ওই ঘটনা ঘটে।
এতে সোনা উদ্দিন (৪৫)- এর শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদ (৬৫)- এর শরীরের ৫৮ শতাংশ, হাসন বানুর (৫৫)- এর শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগম (২৪)- এর শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুক (১৫)- এর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।