July 27, 2024, 2:50 am
Headline :
কিশোর অপরাধ প্রতিরোধে সোনারগাঁয়ে কনসোর্টিয়াম অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বজলুর রহমান সিআইপি। সোনারগাঁয়ে সন্ত্রাসী পায়েলের বিরুদ্ধে এলাকাবাসীর লাঠি মিছিল ও প্রতিবাদ সভা। সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী। নারায়ণগঞ্জ বন্দরে বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে আবির নামে একজন নিহত। জমকালো আয়োজনের মাধ্যমে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।  সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কালাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোনারগাঁয়ে  এক যুবককে  কুপিয়ে হত্যা। নারায়ণগঞ্জ বন্দরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি।

রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা’য় ভূষিত সোনারগাঁ থানার ওসি মোঃ হাফিজুর রহমান

শেয়ার করুন

     মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ পারভেজ আহম্মেদ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সম্মানজনক এ পদকে তাকে ভূষিত করা হয়। আগামী ২৩ জানুয়ারি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে তাকে ভার্চুয়ালি এই সম্মাননা পদক প্রদান করবেন।

জানা যায়, ইতিপূর্বে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সময়ে মানব সেবা ভ্রত হয়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেবা প্রদান সহ দেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করেন এবং অপরাধ নিবারণ মূলক বিভিন্ন ধরনের কার্যক্রম অবৈধ বিদেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ,গণধর্ষণের আসামি গ্রেফতার,মাদক উদ্ধারসহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম নিয়ে কর্মতৎপরতার দরুণ বাংলাদেশ পুলিশ কর্তৃক এরূপ সম্মানিত স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের এমন সম্মানজনক পদকে ভূষিত হওয়ায় তার কাজের অগ্রগতির প্রতি আরো উৎসাহ এবং দায়িত্ব বেড়ে গেছে বলে তিনি মনে করছেন।

হাফিজুর রহমান বলেন, আগামীতেও আমি যেনো সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে আমার পুলিশী দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম বার,পিপিএম বার স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকল সহকর্মীদের যাদের অক্লান্ত চেষ্টায় আজকে আমি সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক এ ভূষিত হচ্ছি। আমার মা-বাবা ভাই-বোন পরিবার এবং আমার নিজ জেলা রাজবাড়ীর সকলকে,যারা আমাকে আজকের এই অবস্থানে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে সহায়তা করেছেন।

পিপিএম সেবা’য় ভূষিত হওয়ায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমানকে সোনারগাঁ থানার অফিসারবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার ওসি (তদন্ত) এম এম শফিকুল ইসলাম, ওসি (অপারেশন) মো.মাহাফুজুর রহমান,এসআই মাসুদ রানা, এস আই মামুন,এস আই মজিবুর রহমান, এএস আই অনিক রহমান,কর্ণ কুমার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page