নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র মাহে মহররম, শাহাদাতে কারবালা ও আহলে বায়াতে রাসুল (সাঃ) স্মরণে ২০তম বার্ষিক ওয়াজ, মিলাদ মাহফিল ও নাতে রাসুল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার ( ১৮ আগস্ট) বাদ এশা নবীগঞ্জ রওশনবাগ জামে মসজিদ এলাকায় প্রধান আকর্ষন হিসেবে মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল ইমামে আহলে সুন্নাত পীরে কামেল মুরশিদে বরহক ইমামে রাব্বানী চাঁদপুর দরবার শরীফ এর পীর সাহেব হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল-আবেদী। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাক্কানি আঞ্জুমান হেলালিয়া মুজাদ্দেদীয়া ঢাকা দরবার শরীফ এর পীর সাহেব পীরে তরিকত মাওলানা মোশারব হোসেন হেলালী।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের পুত্র ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা আজমেরী ওসমান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন লায়ন ইঞ্জিনিয়ার আলহাজ্ব এম. এ. ওহাব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কদমরসূল ট্রাভেল্স এন্ড টুরস্ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। মাহপিল পরিচালনা করবেন মাওলানা আমিনুল ইসলাম ও সাবির্ক তত্বাবধানে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসী।