আজ ০৮ ইং এপ্রিল শনিবার পশ্চিম হাবিব পুর সোনারগাঁও চৌরাস্তা মারকাযুল আবরার মাদরাসায় বালক/বালিকা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কওমী সোনারগাঁও আঞ্চলিক শিক্ষা বোর্ডের হিফজুল কোরআনের নাজেরা বিভাগে চতুর্থ স্থান অধিকার করায় আমাদের মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শুভাকাঙ্খীদের উদ্যোগে রোজাদার নিয়ে আলোচনা,পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার করা হয়।
মারকাযুল আবরার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি বেলাল হোসাইন এর মোনাজাত পরিচালনায় উপস্থিতি ছিলেন সোনারগাঁয়ের কিছু সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতাউর রহমান. BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁও থানা কমিটির সভাপতি মো: বিল্লাল হোসেন. বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পিরোজপুর মো: আলী হোসেন মোল্লা. হিফজ বিভাগের প্রধান শিক্ষক মুফতি সাইফুল ইসলাম
এ সময় আর চতুর্থ স্থান অধিকারী শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন আহমদ কে পুরস্কার তুলে দেন মাদ্রাসার পরিচালক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় আর উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হক.সিনিয়র শিক্ষক কারী মো: হেলাল উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক /শিক্ষিকা সহ ১৫০ জন শিক্ষার্থী দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
উক্ত পুরস্কার বিতরণ ও দোয়া এবং ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিরবর্গ বিভিন্ন নেতৃবৃন্দ সহ দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং মৃত ব্যক্তিরদের জন্য দোয়া হয়