আজ ০৭ ইং এপ্রিল শুক্রবার পশ্চিম হাবিব পুর সোনারগাঁও চৌরাস্তা মারকাযুল আবরার মাদরাসায় বালক/বালিকাদের সঙ্গে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে রোজাদার মুসলমানদের নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার করা হয়।
মারকাযুল আবরার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বেলাল হোসাইন এর মোনাজাত পরিচালনায় উপস্থিতি ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম. মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী আলপনা. নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আফছার আহমেদ. সোনারগাঁও থানা কমিটির সভাপতি সাংবাদিক মো: পারভেজ আহমেদ. বন্দর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: শাওন.ফাহিম ইসলাম সদস্য সোনারগাঁ,
এ সময় আর উপস্থিত ছিলেন আব্দুল রহমান. সিফাত সহ মাদ্রাসার শিক্ষক /শিক্ষিকা সহ ১২০ জন শিক্ষার্থী দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং মৃত ব্যক্তিরদের জন্য দোয়া হয়