নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম নাসির উদ্দীন’র কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ মে ২০২৩ খ্রীঃ) সকালে শ্রদ্ধা জানাতে চর কিশোরগঞ্জ,চর হোগলা কবরস্থানে যান শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেখ এনামূল হক বিদ্যুৎ’র নেতৃত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী, জিয়াউল হোসেন, পীর মোহাম্মদ, জহির মাষ্টার, শাহিন সিকদার, আমীরুল,ইলিয়াস বেপারী, ইউনুস আলী, ইমরান, সাইদুল,রফিক,কবির,রাজিব,আলামিন,রিয়াদ,অনিক, ছাত্রলীগ সভাপতি ইবনেসিনা প্রপেল সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কবরস্থানে পৌঁছে কবর জিয়ারত সহ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তারা।
এরপর নাসির উদ্দীন ও কবরস্থ সকলের আত্মার শান্তি কামনা করে ফাতেহা দোয়া শেষে মোনাজাত করা হয়। উল্লেখ্য যে, মরহুম নাসির উদ্দীন ১ এপ্রিল হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত্যুকালে ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।