শনিবার (১৫ এপ্রিল) ২৩ রমজান বি.আই.ই.এ নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের উদ্দেগে ব্লু পিয়ার রেষ্টুরেন্ট চাষারয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক – প্রকৌশলী আল আমিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব- সাঈদ আনোয়ার এর সঞ্চালনায় ইফতার মাহফিলে
বি.আই.ই.এ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির
সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো: নাহিদ হাসান মিয়াদ,
সহ সমাজ সেবা,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক –
প্রকৌশলী জাকারিয়া আল মাসুদ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত থেকে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন: নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের সমন্বয়ক বৃন্দ
আর্কিটেক্ট পলাস সাহা, প্রকৌশলী মো: মহসিন হোসেন, খাদিমুল ইসলাম রানা, প্রকৌশলী রায়হান মিয়া, প্রকৌশলী যুবায়ের তানজিল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
প্রকৌশলী আলমগীর হেসেন খান,তানিম,মহসিন, মোজাম্মেল সহা জেলার আওতাধীন বিভিন্ন শিল্প ইউনিটের সাবেক আহবায়ক ও সদস্য সচিবগন সহ সাধারণ সদস্য বৃন্দ ।