বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিতে কাজী রনওকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায়,
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং নবগঠিত কমিটিতে স্বাগত জানিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের এশিয়ান হাইওয়ে রোডে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম জনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, , নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল হক, যুগ্ম সম্পাদক রায়হান হৃদয়, সহ-দপ্তর সম্পাদক ফাহিম সাউদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক জিসান আহম্মেদ রনি,
কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ভূইয়া, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান ও মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ প্রমুখ।