নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ জাহিদুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে,। ৯ই মার্চ রাতে বন্দর উপজেলার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে জাহিদুলকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও বন্দর থানার নেতৃত্বে এস আই সাইফুল আলম, এস আই শওকত , এস ইকবাল ও এ এস আই দিন ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বন্দর থানার অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা।