দেশব্যাপী শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক।
’ শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে (৯ জুন) ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র্যালি ও সেমিনার আয়োজন করেন। নারায়ণগঞ্জ বন্দর সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.এ. মুহাইমিন আল জিহান। এবং সেবা বুথ নামে একটি বুথ চালু করেন উপজেলা ভূমি অফিসে।
বন্দর উপজেলা ও পাঁচটি ইউনিয়ন ও ভূমি অফিসে এ কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের নায়েব ও ভূমি কর্মকর্তা, উপজেলার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা ও,উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ।
মনিষা রানী কর্মকার সহকারী কমিশনার (ভূমি), বন্দর,
বলেন, ভূমি সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বাড়ানো নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমি সেবা নিশ্চিত করা হবে।