October 7, 2024, 8:28 pm
Headline :
আমরা ছিলাম আমরাই আছি সাবেক ছাত্রদল নেতা ফারুক সওদাগর বেগমগঞ্জ। বন্দরে নাসিকের পরিবহন টোল আদায় নিয়ে শিক্ষার্থী- ইজারাদার ও প্রশাসনের সমঝোতা। সোনারগাঁয়ে মান্নান সাহেবের নির্দেশে সকল ধর্মের লোকদের নিরাপত্তায় কাজ করছি আমরা মাসুম রানা। বিএনপি নেতা মোঃ মাসুম রানার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল। সোনারগাঁওয়ে মন্ডল পরিবারের সাথে এলাকাবাসীর আলোচনা সভা ও দোয়া মাহফিল। নবীগঞ্জ হাজিগঞ্জ ঘাটে পরিত্যক্ত অবস্থায় রাইফেলস ক্লাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার । বিএনপি নেতাকর্মী পুলিশকে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন উপজেলা বিএনপি। হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজে প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন বজলুর রহমান সিআইপি। কিশোর অপরাধ প্রতিরোধে সোনারগাঁয়ে কনসোর্টিয়াম অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বজলুর রহমান সিআইপি।

নারায়ণগঞ্জ এর সোনারগাঁয়ে করোনার ভয়াবহ রূপ।

শেয়ার করুন

          মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ

 

সোনারগাঁয়ে আরো ১৩  জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ০১লা জুলাই বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ২৮ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১৫ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভট্টপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পঞ্চমীঘাট, সাদীপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চেঙ্গাইন, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাফাইয়াকান্দা, সনমান্দী।

১ জন মেয়ে শিশু – নোয়াইল, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাবিবপুর, মোগরাপাড়া।

১ জন ছেলে শিশু ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পদ্মলাভদী, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – পাটহাট্টা, কাঁচপুর।

➖ নেগেটিভের তালিকা : –

 

১. মামুন, ৩০ বছর

দত্তপাড়া, আমিনপুর।

২. Ren Zhao Yang, ৩৮ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৩. Yang De Jian, ৪৯ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৪. Wang Nan, ৩৩ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৫. Zhai Ji Chang, ৩০ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৬. Huang Yu Xiang, ২৪ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৭. Wu Jin Xing, ৫১ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৮. শহীদুল্লাহ, ৭০ বছর

মঙ্গলেরগাঁও, পিরোজপুর।

৯. আনোয়ার, ৪৮ বছর

ছোট সাদীপুর, মোগরাপাড়া।

১০. আকলিমা, ৭০ বছর

দড়িকান্দী, সাদীপুর।

১১. পলি আক্তার, ৩০ বছর

হাড়িয়া, বৈদ্যের বাজার।

১২. ফাতেমা, ২৫ বছর।

পদ্মলাভদী, আমিনপুর।

১৩. আনোয়ার, ২৫ বছর

ঝাউচর, পিরোজপুর।

১৪. ফারুক, ৫০ বছর

ঝাউচর, পিরোজপুর।

১৫. সুমি আক্তার, ৩৫ বছর

ভৈরবদী, মোগরাপাড়া।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৭ জন সুস্থতা লাভ করেছেন :-

১. রাকিব হাসান, ৩৩ বছর

গজারিয়া পাড়া, সাদীপুর।

২. মোঃ সজীব, ২৮ বছর

কাজীরগাঁও, শম্ভুপুরা।

৩. আলী আসগর, ৪০ বছর

পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।

৪. ফিজা, ২০ বছর

সাহাপুর, আমিনপুর।

৫. আতিয়ার হোসেন, ২১ বছর

দিঘীর পাড়, আমিনপুর।

৬. মফিজ মিয়া, ৩৮ বছর

দিঘীর পাড়, আমিনপুর।

৭. আনোয়ার, ৩৮ বছর

দিঘীর পাড়, আমিনপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ১৩২৩ জন (মৃত্যু-৩৮ জন)

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন – ১২০০ জন।

 

কঠোর লকডাউনের মধ্যে দিয়ে আজকের সোনারগাঁও উপজেলা প্রশাসন সেনাবাহিনীর টহল পুলিশ প্রশাসন মাঠে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সবাই মাক্স পরিধান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page