নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন। ফতুল্লা থানার মাসদাইর কলেজ রোড এলাকার, মৃত মইনুল ইসলাম, ছেলে, আবির রহমান (১৮), একই থানাদীন গলাচিপা এলাকার, পিতা- আবুল কাশেম, ছেলে মাসুদ রানা (২২),কে ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে.ডিবি পুলিশের, এস আই ইয়াউর রহমান জানান. এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৪৩,। এবং আসামীদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ কর হয়েছে।