নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূলে বই বিতরণ করলেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
শনিবার সকাল ৯ ঘটিকায় (১ম জানুয়ারী) জেলা সদরের এসসি বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: একাই সাথে গোটা জেলা শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর ভাবে বিনামূল্যে বই বিতরণ করা সম্পন্ন হয়েছে।