মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রথম থেকে জনকল্যাণমুখী বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগের মাধ্যমে জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছে আয়নাল হক ফাউন্ডেশন।
যার ধারাবাহিকতায় ধামগড় ইউনিয়নের সকল ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আয়নাল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক আজিজ ।
তিনি বলেন বিগত সময় আমার বাবা জনগণের পাশে ছিল আমি সেই আশ্বাসে বাবার মতো হয়ে আমি ও চাই এই দেশের মানুষের পাশে থাকতে পাশে থেকে মানুষের সুখ-দুঃখের ভাগ নিতে আমাকে যদি জনগণ চায় ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি চাইবো জনগণের সব সময় খেদমত করার জন্য পাশে থেকে ধামগড় বাসিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য । করোনা মহামারীতে অবশ্যই সবাই মাক্স ব্যবহার করবেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না সবার সুস্বাস্থ্য কামনা করি ।