পহেলা বছরের প্রথম দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে বিট সম্প্রসারিত পুলিশিং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘আপনার এলাকায় কোন কোন জায়গায় ইভটিজিং, যৌতুক, মাদকদ্রব্য বিক্রি হয় পুলিশকে জানানোর দায়িত্ব আপনাদের। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে থাকবে। কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না। আপনার এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় নজরদারি রাখা একজন নাগরিক হিসেবে আপনাদের সবার দায়িত্ব রয়েছে উপরোক্ত কথাগুলো বলেছেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ইফতেখার হোসেন।’ রোববার (পহেলা জানুয়ারি) বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিষদ প্রাঙ্গনে ৩নং-বিটের তাহিরপুর থানার দায়িত্বরত (এসআই) মো. হেলাল এর সঞ্চালনায় বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম. ইউনুস আলীর সভাপতিত্বে বিট সম্প্রসারিত পুলিশিং বৈঠক কার্যক্রম হয়।
এ সময় (উত্তর) বড়দল ইউনিয়নের সাবেক ইউপি (সচিব) মো. সিরাজুল ইসলাম, বোরাখারা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হালিম মিয়া, খলিশাজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শামছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা করিম আলী, শামছু মিয়া, মো. মনির উদ্দিন, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রব খোকন, (সাংবাদিক) রাহাদ হাসান মুন্না, শ্রমিক লীগ নেতা বাচ্চু মিয়া, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুল আলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সামায়োন মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া প্রমুখ সহ কাউকান্দি বাজারের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।