মুক্তির কথা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ– ৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। নারায়ণগঞ্জ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।
শুক্রবার রাত ১২টা ২০মিনিটে করোনায় আক্রান্ত হয়ে ১৩দিনের মাথায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুর খবরটি প্রথম আলোকে কবরীর ছেলে শাকের চিশতী নিশ্চিত করেন।
খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল সোমবার দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল বুধবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ।অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায় ।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাঁকে লাইফসাপোর্ট নেওয়া হয়।
১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরীর অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনাও পরিচালনাও করেন।
জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কবরী সারোয়ার (১৯ জুলাই১৯৫০―১৭ এপ্রিল ২০২১) (অন্য নাম: সারাহ বেগম কবরী) একজন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালকও রাজনীতিবিদ ছিলেন। … তিনি বিংশ শতাব্দীর ষাট ওসত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।
লিয়াকত হোসেন খোকা বলেন করোনা মহামারীতে ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অবশ্যই মাক্স ব্যবহার করবেন ।