শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ২১সে আগস্ট গ্রেনেড হামলায় সেদিনই মরে যেতে পারতাম-এ,এইচ,এম মাসুদ দুলাল মাহফিলে প্রধান আকর্ষন আওলাদে রাসুল সৈয়দ বাহাদুর শাহ, প্রধান অতিথি আজমেরী ওসমান ও উদ্বোধক এম. এ. ওহাব। নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন- মারুফুল ইসলাম ঝলক। শোকাবহ আগস্টে কালো ব্যাজ বিতরণ করেন অ্যাডভোকেট নুরজাহান। সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ছিনতাইয়ের কবলে টেক্সটাইল মিলের নাইটগার্ড। বন্দরে আসছেন আওলাদে রাসূল বাহাদুর শাহ মোজাদ্দেদী। সড়ক দুর্ঘটনায় নিহত রিমনের অকাল মৃত্যুতে মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সুজনের শোক প্রকাশ। বন্দর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
বিজ্ঞপ্তি :
MK24TV .মুক্তির কথা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোনারগাঁ থানা পুলিশ আয়োজিত আনন্দমেলা ।

মুক্তির কথা নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের উদ্যেগে,সোনারগাঁও থানা পুলিশ এক আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।

 

রবিবার (৭ মার্চ) বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় বাংলাদেশ পুলিশের উদ্যেগে,সোনারগাঁও থানা পুলিশ এক আনন্দ উদযাপনের আয়োজন করেন।
ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ও মহান স্বাধীনতা অর্জনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সাহসীকতা নিয়ে বক্তব্য রাখেন। সবশেষে কেক কেটে আনন্দ উদযাপনের করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আক্তার হোসেন (ঢাকা রেঞ্জ)।

সোনারগাঁও থানার (ওসি তদন্ত) খন্দকার তবিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ টিএম মোশারফ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহম্মেদ (প্রভিশনাল), সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাহমুদ বাবু,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান।

এছাড়া সোনারগাঁও থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার, এস আই রাকিবুল ইসলাম, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত পাঠ করেন, হাফিজ আব্দুল লতিফ।
উল্লেখ্য, গত ২২-২৬ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠকে বাংলাদেশকে এলডিসি উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সাধারণত সিডিপির চূড়ান্ত সুপারিশের ৩ বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।



আমাদের ফেইসবুজ পেইজ